দ. আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মাশরাফিরা
প্রকাশিত : ১১:৫০, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ৮ অক্টোবর ২০১৭
দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিরুদ্ধে চলছে টেস্ট সিরিজ। আর টেস্ট সিরিজের পরই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাইফউদ্দিন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই যাবেন তারা। এরপর দুবাই থেকে জোহানেসবার্গের পথে রওনা হবেন।
আগামী ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। ১৫ অক্টোবর কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে ১৮ অক্টোবর। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
/এমআর/এআর