ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্মবাণীতে রাগ নিয়ন্ত্রণে রাখার গুরুত্ব 

প্রকাশিত : ১৫:২৭, ৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:২৩, ৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বলা হয় রাজ্য জয় বা শাসন করার চেয়েও সে বেশি সফল যে রাগকে দমন করতে পারে। রাগকে দমন করতে না পারলে আত্মিক সাধনার পথে অগ্রসর হওয়াও সম্ভব নয়। 

ধর্মের বাণীই ছিল সবসময় শান্তি, ক্ষমা, উদারতা ও মহত্ত্ব। হযরত ঈসা (আ) কে যারাই গালাগাল করতেন তিনি তাদের জন্যে স্রষ্টার কাছে প্রার্থনা করতেন। মহামতি বুদ্ধ এতটাই প্রশান্ত ছিলেন, তাকে হত্যার উদ্দেশ্যে পাঠানো পাগলা হাতিকে ছুটে আসতে দেখেও তিনি স্থির ছিলেন।

তায়েফে যখন রসুলুল্লাহ (স) এর ওপর পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই রক্তাক্ত অবস্থায়ও যখন জিব্রাইল (আ) বললেন যে, হে আল্লাহর রসুল, আপনি বলুন, পুরো তায়েফকে ধ্বংস করে দেবেন আল্লাহতায়ালা। তখন নবীজী (স) বলেছেন, যদি এ জনপদ ধ্বংস হয়ে যায় তো আমি আমার সত্যের বাণী, আমার দ্বীনের কথা কার কাছে প্রচার করব। মক্কাবিজয়ের নবীজী (স) সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এ কারণেই নবীজী (স) সহ সকল মহামানব তার সমকালীন মানুষদেরকে যেমন প্রভাবিত করতে পেরেছিলেন, তেমনি মৃত্যুর পরও স্মরণীয় আদর্শ হয়ে মানুষের অন্তরে বেঁচে রয়েছেন।  

হুজুর পাক (সা:) বলেছেন, নিশ্চয় রাগ হচ্ছে শয়তানের শক্তিগুলোর অনত্যম। শয়তান আগুনের তৈরি আর আগুন পানি দিলে নিভে যায়। অতএব তোমাদের যখন রাগ হয়। দাড়ান আবস্থায় বসে যায়। আর তাতেও যদি রা প্রশমিত না হয়, তাহলে মাটিতে শুয়ে যাও।

পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা (এক) সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, (দুই) রাগ নিয়ন্ত্রণ করে, (তিন) মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালবাসেন। স্রষ্টার ভালবাসায় তারাই বেশি সিক্ত হবেন যারা তাদের রাগকে দমন করতে পারেন।

সূরা হামীম সেজদার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন,

"আর শয়তান যদি তোমাকে উত্তেজিত (রাগান্বিত হয়ে বিবাদে জড়িত) হতে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।  তিনি সব শোনেন, সব জানেন। "মহামতি বুদ্ধ বলেছেন, রণক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপর বিজয় হওয়ার চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ।[সহসবগ্গো : ১০৩]

বাইবেলে- যীশু বলেছেন, কেউ গালি দিলে পাল্টা গালি দিও না। বরং তাকে আর্শীবাদ দেবে। তাহলেই তোমরা আর্শীবাদ পাবে।

টিআর/

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি