ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ধর্ষকদের বিচার চেয়ে মিছিলে রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ১৩ এপ্রিল ২০১৮

জম্মু কাশ্মীরে ধর্ষণ ও হত্যার শিকার আসিফা (৮) ও ধর্ষিত উন্নাওয়ের (১৬) জন্য বিচার চেয়ে দিল্লির ইন্ডিয়া গেট অভিমুখের মিছিলে অংশ নিয়েছেন কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী। বৃহস্পতিবার মধ্য রাতের সেই মিছিলে হাজির ছিলেন রাহুলের অসুস্থ মা সোনিয়া গান্ধীও।

অনেক চেষ্টা করেও পুলিশ মিছিল আটকাতে পারেনি। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙেই মিছিলটি পৌঁছে যায় ইন্ডিয়া গেটে। মিছিলে যোগদানকারীদের হাতের মোমবাতির আলোয় তখন উজ্জ্বল হয়ে উঠে গোটা চত্বর। আর সেখানেই রাস্তার উপর প্রতিবাদ জানিয়ে বসে পড়নে রাহুল। তার দেখাদেখি অন্যরাও।

উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি বাড়ির পাশে কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চড়ানোর সময় আসিফাকে অপহরণ করা হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে আসফিয়া নামের ওই শিশুকে অপহরণের নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে তাকে হত্যা করা হয়। অপরদিকে ধর্ষণের শিকার উন্নওয়ের বাড়ি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে ৫০ কিলোমিটার দূরের একটি জেলার। বিজেপির এক সাংসদ তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে। ওই ঘটনায় অভিযুক্ত সাংসদকে এখনো গ্রেফতার করা হয়নি।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি