ধর্ষণচেষ্টার অভিযোগে ববি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার
প্রকাশিত : ১২:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫
ধর্ষণচেষ্টার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির সোহানের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী শিক্ষার্থী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বরিশাল বন্দর থানায় অভিযোগ দায়ের করেন, যা পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে এজাহারভুক্ত হয়।
মামলার পর অভিযুক্ত সোহানকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহান দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর ৬ষ্ঠ তলায় সহপাঠীর সঙ্গে পড়াশোনা করছিলেন ওই শিক্ষার্থী। এ সময় সোহান তাকে ফোন করে সিঁড়ির কাছে ডেকে নেন। এরপর দুই হাত ধরে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সিঁড়ির বেঞ্চের ওপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
প্রতিরোধ করলে সোহান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এতে তার হাতে আঘাত লাগে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্তের মধ্যে চার মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল, তবে সেটি খুব গভীর ছিল না। ঘটনার সময় মেয়েটি কান্নাকাটি ও চিৎকার করলে সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা কাজী মো. জাহাঙ্গীর কবিরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল কাদির সোহান ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করে জানান, তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল এবং ঘটনার দিন তিনি মেয়েটিকে খুঁজতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তবে ধর্ষণের কোনো চেষ্টা করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, "ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি জানার পরপরই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই এবং উপাচার্য মহোদয়কে জানাই। তদন্ত সাপেক্ষে একাডেমিক শাস্তির ব্যবস্থা করা হবে এবং আইনি প্রক্রিয়ায় ভুক্তভোগীর পাশে থাকব।"
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, "অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এএইচ
আরও পড়ুন