ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিল তারকা আলভেজ
প্রকাশিত : ১৯:১৯, ২৮ মার্চ ২০২৫

ব্রাজিলের সাবেক ফুটবল তারকা দানি আলভেজ অবশেষে মুক্তি পেলেন। যৌন নিপীড়নের অভিযোগে সাড়ে চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই ফুটবলার আপিল করে জয়ী হয়েছেন। শুক্রবার স্পেনের উচ্চতর আদালত তার সাজা বাতিল ঘোষণা করেছে।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন দানি আলভেজ। অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৪ সালের জানুয়ারিতে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত। একইসঙ্গে ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের রায়ের বিরুদ্ধে যথারীতি আপিল করেন আলভেজ। বিচারাধীন অবস্থায় চলতি বছরের মার্চে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। শুক্রবার স্পেনের উচ্চ আদালত রায়ে জানায়, অপরাধের বিষয়ে পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে এবং ভুক্তভোগীর সাক্ষ্য যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়। ফলে আলভেজের সাজা বাতিল করা হয়।
প্রথম থেকেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন আলভেজ। তিনি দাবি করেন, উক্ত ঘটনায় দুজনেরই সম্মতি ছিল। হাইকোর্টের রায়ে মুক্তি পাওয়ার পর এখন আর তার স্পেন ত্যাগে কোনো বাধা নেই।
হাইকোর্টের রায়ের পরও ভুক্তভোগীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ রয়েছে। তবে আপাতত অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে আছেন ৪১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলার।
আলভেজ দীর্ঘ সময় কাটিয়েছেন স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনায়, যেখানে তিনি একাধিক শিরোপা জিতেছেন। ফুটবল দুনিয়ায় তার অবদান অমূল্য হলেও ব্যক্তিগত জীবনের এই ঘটনা দীর্ঘদিন আলোচনায় ছিল। তবে আদালতের সর্বশেষ রায়ে তার পক্ষে ইতিবাচক পরিবর্তন এসেছে।
এমবি//