ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ধর্ষণের খবরে চটেছেন রোনালদো…

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১ অক্টোবর ২০১৮

নতুন ক্লাব জুভেন্তাসে নাম লেখানোর পর শুরুটা একটু এলোমেলো হলেও ধীরে ধীরে স্বরূপে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত শনিবার ন্যাপোলির বিপক্ষে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি। এমন সুসময়ের মধ্যে তার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। সেই অভিযোগ করেছেন মার্কিন এক তরুণী।

যদিও গতকাল সেই অভিযোগের কথা উড়িয়ে দিয়েছেন সিআর সেভেন। ক্ষোভে অভিমানে নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, `এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া একটা খবর। তারা নিজেদের কাটতি বাড়াতে খবরটা ছাপিয়েছে। তারা আমার নাম ব্যবহার করছে প্রমোটের জন্য। তারকাদের ঘিরে এসব হয়ে থাকে।

প্রসঙ্গত, আমেরিকার ক্যাথরিন মায়ারগা নামের এক নারীকে ২০০৯ সালে ধর্ষণ করেছিলেন রোনালদো। গত শুক্রবার জার্মানির জনপ্রিয় ম্যাগাজিন `ডার স্পিগেল` এমন খবর ছাপায়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি