ঢাকা, সোমবার   ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪, ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দুই শিশুকে মোবাইলে পর্ণ ভিডিও দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশ’ মানুষ। রোববার রাতে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে সেনাসদস্যরা সেখানে গিয়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে তেলের দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। 

তিনি জানান, পুলিশ ও সেনাসদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা তাকে মারধর করলে সামান্য আহত হন। 

ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি