ধর্ষণ চেষ্টার বিচার ৫ হাজার টাকা ও ৬টি ‘জুতার বাড়ি’!
প্রকাশিত : ০৮:৫২, ২০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিশুকে ধষর্ণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও জুতাপেটার রায় দিয়েছেন বিচার-শালিশকারীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর ৫নং ওয়ার্ডের সাইলো চারতলা এলাকায় মমিন প্রধানের অফিসে এক শিশুকে ধষর্ণ চেষ্টার ঘটনায় বিচার বসানো হয়।
অভিযুক্ত যুবক ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করার পর বিচারে ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেন বিচারকরা। সেই সঙ্গে ৬টি জুতার বাড়ি দেয়া হয়।
মমিন প্রধান ও আতিকুর রহমানসহ ৫ জন বিচারকের এই বিচার নিয়ে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা অন্তোষ প্রকাশ করলেও বিচারকরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেননি।
এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এএইচ
আরও পড়ুন