ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ধর্ষণ নিয়ে কখনোই মিথ্যা বলব না: রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৩ অক্টোবর ২০১৮

পর্তুগিজ ফুটবলার এবং জুভেন্তাস দলের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর তার বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগ নিয়ে আবার মুখ খুলেছেন। বলেছেন,ধর্ষণের অভিযোগ নিয়ে কখনোই মিথ্যা বলবেন না।

সোমবার জুভেন্তাসের এক সংবাদ কনফারেন্সে তিনি তার বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলেন।  

তিনি বলেন, ‘আমার আইনজীবীরা আত্মবিশ্বাসী এবং প্রকৃত সত্য শিগগিরই উন্মোচিত হবে।’ 

আরও পড়ুন : শনির দশা পেয়ে বসেছে রোনালদোকে

এর আগে ক্যাথরিন মায়ারগা (৩৪) রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। তিনি অভিযোগ করেন, ল্যাস ভেগাস হোটেলে ২০০৯ সালে মায়ারগাকে ধর্ষণ করে রোনালদো।   

তবে রোনালদো এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

আরো পড়ুন : রোনালদোর ধর্ষণ: সেদিন কী হয়েছিল, জানালেন মার্কিন তরুণী

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, আমি সবসময় একজন হাসিখুশি এবং সুখী মানুষ। অনেকের কাছেই আমি একজন আইডল। মাঠ ও মাঠের ভাইরের সবকিছুই আমি শতভাগ জানি।

এসময় তার বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগ নিয়ে তিনি বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে আমি কখনোই মিথ্যা বলতে চাই না। তবে আমি আনন্দিত যে, আমার আইনজীবীরা খুবই আত্মবিশ্বাসী এবং আমিও।

তথ্যসূত্র: বিবিসি

আরো পড়ুন : চুক্তিপত্রে ধর্ষণ নিয়ে স্বীকারোক্তি: ফেঁসে যাচ্ছেন রোনালদো

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি