ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ধাওয়ানকে ফেরালেন কিঞ্চিত শাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

মারকুটে ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে অবশেষে ফেরালেন কিঞ্চিত শাহ। তবে ফিরে যাওয়ার আগে ধাওয়ান অবশ্য তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। আর তার সেঞ্চুরির সুবাধে ভারতও এগুচ্ছে বড় সংগ্রহের দিকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৪১ ওভার ৩ বলে ২৪২ রান। ভারতীয় এই ওপেনার ১২০ বলে ১২৭ রান তুলে নেয়। ক্রিকেটের তিন ফরম্যাটে ধাওয়ানের এটা ২১তম সেঞ্চুরি।

এর আগে আরেক মারকুটে ব্যাটসম্যান রোহিত শর্মাকে বিপজ্জনক হয়ে উঠার আগে প্যাভিলিয়নে ফেরত পাঠান বোলার এহসান খান। এরপর দু বছর পর ব্যাটিংয়ে নামা আম্বাতি রাইডুও তুলে নেন হাফ সেঞ্চুরি। দীনেশ কার্ত্তিক ৩৭ বলে ৩৩ রানে ব্যাট করছেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি