ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ১৫ মে ২০১৭

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। এছাড়া ব্রাদার্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন খেলায় মাত্র ১ রানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের অন্য ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে শেখ জামালের বিপক্ষে কলাবাগানের জয়ের লক্ষ্য ২১৪ রান। ব্যাট করতে নেমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ৮১ রানে সহজ জয় পায় কলাবাগান। এছাড়া তাসামুল হকের ব্যাট থেকে আসে ৪৮ রান। এর আগে ব্যাট করতে নেমে ২১৩ রান করে শেখ জামাল। সর্বোচ্চ ৪৫ রান করেন রাজিন সালেহ।
তিন নম্বর গ্রাউন্ডে ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কার্টেল ওভারের খেলায় নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৮ রানে থেমে যায় ব্রাদার্সের ইনিংস। সর্বোচ্চ ৫৭ রান করেন ভারতীয় ক্রিকেটার মানবিন্দর বিসলা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৪৯ রান তোলে প্রাইম ব্যাংক। ভারতীয় রিক্রুট আবিনামিউ ইশ্বরন করেন সর্বোচ্চ ৭০ রান।
ফতুল্লায় খেলাঘরের বিপক্ষে ১৭৬ রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে ৪১ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় গাজী গ্রুপ। এনামুল হক ৬৭ আর সোহরাওয়ার্দী অপরাজিত ৫৮ রান করে দলের জয়ে অবদান রাখেন। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যার্থতায় ৭ উইকেটে ১৭৫ রানে থেমে যায় খেলাঘরের ইনিংস। অমিত মজুমদারের ব্যাট থেকে আসে ৪৯ রান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি