ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধামরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি উল্টে নারী নিহত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৬, ৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ধামরাইয়ে তিন পরিবহনের মধ্যে সংঘর্ষে নাজমীন নাহার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালের দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে এক সারিতে একটি পিকআপ, একটি সিএনজি ও একটি শ্রমিক পরিবহনকারী বাস যাচ্ছিল। পাশ দিয়ে যাওয়া একটি সেলফি বাস ওভারটেক করার সময় শ্রমিক পরিবহনকারী বাসকে চাপা দেয়। 

শ্রমিক পরিবহনকারী বাসটি সামনে থাকা সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়, এ সময় সিএনজিটি সামনের পিক-আপকে ধাক্কা দেয়। এতে তিনটি পরিবহনের মধ্যে সংঘর্ষ ঘটে। 

এতে সিএনজিতে থাকা তিন নারী শ্রমিক ও চালক আহত হন। এর মধ্যে এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, অপর দুইজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও চালককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

ক্ষতিগ্রস্ত সিএনজি ও চাপা দেওয়া শ্রমিক পরিবহনকারী বাসটি আটক করা হয়েছে। তবে সেলফি বাসটি পালিয়ে যায়। 

নিহত নাজমীন নাহার ধামরাইয়ের কালামপুর এলাকায় বসবাস করে বালিথা এলাকার মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেড পোশাক কারখানায় ফিনিশিং ফোল্ডিং ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় পোশাক কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় গোলড়া হাইওয়ে থানা পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি