ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার যাওয়ার সড়কটির বেহাল অবস্থা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১ জুলাই ২০১৮

বছরের পর বছর সংস্কার না হওয়ায় চরম বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার যাওয়ার একমাত্র ভিআইপি সড়কটি। নওগাঁ-জয়পুরহাট অঞ্চলেরও প্রধান বাইপাস সড়ক এটি। সড়কের দুরবস্থার কারণে যাত্রী দুর্ভোগ চরমে। আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও।

বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার। প্রতিদিন এখানে দূর-দুরান্ত থেকে অনেক পর্যটক আসেন ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে। কিন্তু অনুন্নত যোগাযোগের কারণে দিন দিন আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা।

স্থানীয়রা জানায়, বদলগাছী থেকে পাহাড়পুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয় না। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোটবড় খানাখন্দ। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে দ্বিগুণ।

সড়কটির বেহাল দশায় দুঃখপ্রকাশ করলেন স্থানীয় সংসদ সদস্যও।

তবে আশার কথা শোনালেন সড়ক ও জনপথ বিভাগ। আগস্টের মাঝামাঝি সংস্কার কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি মেরামতের দাবি ভুক্তভোগীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি