ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নওগাঁয় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনা

প্রকাশিত : ১২:০৬, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:০৬, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

২৩শে এপ্রিল তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরের ৮ ইউনিয়নে জমে উঠেছে প্রচারণা। শীর্ষ দুই রাজনৈতিক দলই শতভাগ জয়ের প্রত্যাশা করছে। তবে, ভোটাররা দেখে-শুনে যোগ্য প্রার্থীকেই চান নির্বাচিত করতে। শ্লোগান আর মিছিলে মিছিলে মুখর নওগাঁর নিয়ামতপুরের ৮টি ইউনিয়নের নির্বাচনী প্রচারনা। সময় বেশি নেই, তাই সামর্থ্যরে শেষটুকু দিয়ে প্রচারণায় প্রার্থীরা। উন্নয়নের কথা বলে যাচ্ছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। শুধু প্রার্থীই নয়, হিসেব চলছে দলের ভেতরেও। জয়ের ধারা বজায় থাকবে, বলছে আওয়ামী লীগ। অন্যদিকে, আগের বিপর্যয়ের কারণ খুঁজে পাচ্ছে না বিএনপি। তবে সব কিছু ছাপিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দেয়ার কথা বলছেন ভোটাররা। নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ে মোট ভোটার রয়েছে প্রায় ১ লাখ ৮২ হাজার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি