নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট
প্রকাশিত : ১৬:০৭, ৩১ আগস্ট ২০২৪
সারাদেশের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ এখনও পানিবন্দি। ভেঙে গেছে হাজারো মানুষের বসতবাড়ি। বিপদগ্রস্ত সেসব মানুষদের জন্য অর্থ সংগ্রহে নওগাঁয় উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নওগাঁ জেলা সদর উপজেলার মুক্তির মোড়, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্টের আয়োজন করেন নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পীবৃন্দ।
কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশগ্রহণ করেন নওগাঁ জেলাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ও ব্যান্ডগুলো।
দেশের জনপ্রিয় যাযাবর ব্যান্ডের সার্বিক তত্ত্বাবধানে কনসার্টে অংশগ্রহণ করেন লিওপ্যাড ব্যান্ড, ড্রিমস ব্যান্ড, আখড়াবাড়ি, নওগাঁ বাউল, সিগনেচার, উই ব্যান্ড, রক পেন্সিল, শান্তনা, টিপু বারইসহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।
যাযাবর ব্যান্ড ভোকাল জনপ্রিয় শিল্পী ক্যাপ্টেন বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানটিকে সামনে রেখে আমরা নওগাঁ জেলার সকল ব্যান্ড, মিউজিসিয়ান ও কন্ঠশিল্পীরা একত্রিত হয়েছি শুধুমাত্র বানভাসি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের জন্য কনসার্টের আয়োজন করেছি, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শোনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছেন।
এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে শিল্পীরা হিসেবে এগিয়ে এসেছে। দ্রুত বানভাসি মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই কামনা করেন শিল্পী ক্যাপ্টেন।
এএইচ
আরও পড়ুন