ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

নওগাঁয় বাসের চাপায় ৩ ভ্যানযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁ জেলার পত্নীতলায় যাত্রীবাহী বাসের চাপায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

ঘটনাস্থলে ভ্যানযাত্রী সানজিদা খাতুনের (৪৫) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আরও ২ জন মারা যান।

এর আগে শুক্রবার রাতে জেলার পত্নীতলা উপজেলা সদরের নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের কয়েকজন নারী ও পুরুষ ভ্যানযোগে নজিপুর সদর থেকে নিজ বাড়ি পাহাড়কাটায় যাচ্ছিলেন। ভ্যানটি আমবাটি মোড় এলাকায় পৌঁছালে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পাহাড়কাটা গ্রামের বাসিন্দা শরিফা খাতুন, শামীম রেজা, শানজিদা খাতুন, সোহান ও মো. মিজানুর রহমান গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শানজিদাকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ভ্যানচালক মিজানুর রহমান (৪৫) ও  যাত্রী শরিফা খাতুন (৪৪) মারা যান।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, শুক্রবার সন্ধ্যায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় ৫ জন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়আরও দুই জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি