ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নওগাঁয় সন্ধান পাওয়া দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনিতে চলছে ড্রিলিং

প্রকাশিত : ১০:৫১, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫১, ২৪ এপ্রিল ২০১৬

নওগাঁয় সন্ধান পাওয়া দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনিতে চলছে ড্রিলিং। এই খনি থেকে কয়েক লাখ মিলিয়ন টন চুনাপাথর উত্তোলন করা সম্ভব বলে ধারণা করছেন ভূতত্ত্ববিদরা। এদিকে এই সম্পদ দ্রুত উত্তোলনের পাশাপাশি সঠিকভাবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর। নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুরে চুনাপাথরের এই খনিতে ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের ড্রিলিং কার্যক্রম চলছে অবিরাম। বিশেষজ্ঞরা বলছেন, চুনাপাথরের স্তর শুরু হয়েছে ২ হাজার ২শ’ ১৪ ফুট গভীর থেকে। এরিমধ্যে ২ হাজার ৩শ’ ৫ ফুট খননের পর চুনাপাথরের ৯১ ফুট পুরু স্তর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ যাবত কালের সবচেয়ে বড় এই খনিতে কয়েক লাখ মিলিয়ন টন চুনাপাথর রয়েছে। চুনাপাথরের ওই খনির নিচে একটি ভূ-কাঠামোয় কয়লা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। চুনাপাথরের এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নওগাঁসহ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে পুরো দেশ এমনটাই মনে করছে জেলা প্রশাসন। এদিকে বিশাল এই খনির সন্ধানলাভে উল্লসিত হলেও সঠিকভাবে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া প্রাপ্ত সম্পদের একটি অংশ জেলার উন্নয়নে ব্যয় করার দাবিও তাদের। ক্ষতিপুরণের বিষয়ে খনির আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের। বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তর নিজস্ব জনবল ও প্রযুক্তি দিয়েই নওগাঁর তাজপুরে চুনাপাথরের খনি আবিষ্কার করেছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি