নওগাঁয় সমবায় সমিতির নামে চড়া সুদে ঋণ বিতরণ(ভিডিও)
প্রকাশিত : ১১:৪৩, ১৩ আগস্ট ২০১৮
নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে নওগাঁয় সমবায় সমিতির নামে গড়ে ওঠা ঋণদান ও আমানত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এ’সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চড়া সুদে ঋণ বিতরণের অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে পড়ছে স্বল্প আয়ের মানুষ।
সাইনবোর্ডে সরকার অনুমোদিত লেখা থাকলেও বাস্তবতা ভিন্ন। নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ি ইউনিয়নের দ্বীপগঞ্জে বেশিরভাগ সমবায় সমিতির নেই বৈধ কাগজপত্র।
দ্বীপগঞ্জ বাজারে ঋণ বিতরণ করে- সমাধান সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, পল্লী উন্নয়নসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান। শুধু এই বাজারেই নয়, বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর, কাশিমালা, নাজিরপুর ও বিলাশবাড়ি বাজারে গড়ে উঠেছে অর্ধশতাধিক ঋণদান প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চড়া এবং চক্রবৃদ্ধি হারে সুদ নেয়ার অভিযোগ রয়েছে।
অনেকেই বেশি মুনাফার আশায় এনজিওগুলোতে টাকা জামানত রাখেন। তবে, টাকা ফেরত পেতে বছরের পর বছর ঘুরছেন কেউ কেউ।
এ’সব প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা বৈধ কাগজপত্র আছে দাবি করলেও, তা দেখাতে পারেননি। আর অনিয়ম বন্ধে নজরদারি বাড়ানোর কথা বলছেন সমবায় সমিতি সংশ্লিষ্টরা।
সমবায় কর্মকর্তারা বলছেন, নিবন্ধন বিহীন সমবায় চালানো হলে তা তদন্তের দায়িত্ব তাদের নয়।
সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ঋণদান সমিতির উপর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন