ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নগরবাসীকে স্বস্তি দিয়েছে উত্তরা ফ্লাইওভার (ভিডিও)

মোহাম্মদ কবীর, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ২৬ এপ্রিল ২০২৩

ভোগান্তি থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে উত্তরা এক নম্বর সেক্টর পর্যন্ত ফ্লাইওভার। এটি দিয়ে যান চলাচলে যানজটমুক্ত হয়েছে এলাকাটি। 

বিমানবন্দরের বলাকা থেকে উত্তরা এক নম্বর সেক্টর পর্যন্ত ৬৭০ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি হালকা যান চলাচলে উন্মুক্ত করে দেয়া হয় গেল ১৯ এপ্রিল।

ফ্লাইওভারটি চালুতে বিমানবন্দর এলাকা যানজটমুক্ত হওয়ায় খুশি চালক ও যাত্রীরা।

যাত্রীরা জানান, আগে ঠিকসময়ে এয়ারপোর্টে পৌঁছানো যেতো না। বিমানবন্দর এলাকায় যে যানজটটা হতো তা থেকে রেহাই পেয়েছি। আগে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো এখন খুব অল্প সময়ে যেতে পারছি। শেখ হাসিনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

কাজ পুরোপুরি শেষ হলে ফ্লাইওভারটিতে ভারীসহ সব ধরনের যান চলাচল করবে আগামী সপ্তাহে।

বিআরটি সেকশন চীফ ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম বলেন, “কিছু কাজ বাকি আছে এ জন্য ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যানজট মুক্ত হওয়ার জন্য বলাকা থেকে উত্তরা ১ নম্বর সেক্টর পর্যন্ত ছোট বাহনগুলোর জন্য ছাড়া হয়েছে।”

আগামী ডিসেম্বর নাগাদ চালু হওয়ার কথা রয়েছে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটারের বিআরটি প্রকল্প।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি