ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নগরবাড়ি বন্দরের নির্মাণকাজে ধরিগতি, বেড়েই চলেছে প্রকল্প ব্যয়

শতরূপা দত্ত, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৪ মে ২০২৩

ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতাসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের একবছর পরও শেষ হয়নি পাবনার নগরবাড়ি বন্দরের নির্মাণকাজ। বরং দু’বছর সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। এতে প্রকল্প ব্যয় বেড়েছে, ব্যাহত হচ্ছে বন্দরের চলমান কার্যক্রম। 

উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে ২০১৮ সালে যমুনা নদীর পাড়ে পাবনার নগরবাড়িতে নদীবন্দর নির্মাণের কাজ শুরু করে সরকার। ৫১৩ কোটি টাকার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২২-এর জুনে। প্রকল্পের মেয়াদ বেড়েছে একবছর, ব্যয় বেড়েছে ৪০ কোটি টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্মাণকাজ এবং জাহাজ থেকে পণ্য খালাস ও পরিবহন একসাথে চলতে থাকায় নির্মাণ কাজে ব্যাঘাত ঘটছে। তবে, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা।

নির্মাণকাজের ধীরগতিতে হতাশ বন্দরের শ্রমিকরা। 

দুর্ভোগে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। বড় জাহাজ ভিড়তে না পারায় পণ্য খালাস ও পরিবহনে ব্যয় বেড়েছে। কমেছে আমদানি-রপ্তানি।

দ্রুত বন্দর নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা। 

পুরো কাজ শেষ হলে নগরবাড়িতে একসঙ্গে দশটি জাহাজ পণ্য খালাস করতে পারবে। বাড়বে রাজস্ব আয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি