ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নচিকেতার সঙ্গে এক মঞ্চে গাইবেন শাওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৫ মে ২০১৮

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে সুরমঞ্জরী আয়োজন করেছে ‘দুই বাংলার গান’ শীর্ষক অনুষ্ঠানের। আজ শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইবেন গায়িকা, অভিনেত্রী, নির্মাতা মেহের আফরোজ শাওন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত শাওন। নিজের ফেসবুকে ভক্তদের সঙ্গে সেই আনন্দ শেয়ার করলেন শাওন। নচিকেতা চক্রবর্তী’র গানের লাইন লিখে নিচে মনের অনুভুতি প্রকাশ করেন তিনি।

শাওন লিখেছেন-

অংকের খাতা ভরা থাকতো আঁকায়-

তার ছবি তার নাম পাতায় পাতায়-

হাজার অনুষ্ঠান, প্রভাত ফেরীর গান

মন দিন গুনে এই দিনের আশায়...

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল

মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়-

রাত্রির আঙিনায় যদি খোলা জানালায়

একবার.., একবার যদি সে দাঁড়ায়...

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন

নিজেতে ছিল মগণ প্রানপণ...

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না—

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা...”

ক্লাস সেভেনে পড়ি আমি যখন এই গান শুনলাম ... স্কুল পড়ুয়া সেই আমার বুক ঢিবঢিবিয়ে ওঠে... ‘আহা... আমার জন্য কি কারো মন এমন করবে কখনো..?’

গাইয়ে’নাম নচিকেতা। নিজেই লিখেছেন গান, নিজেরই সুর... উফফফ কি রোমাঞ্চকর তার গানের সব কথা..!

একে একে তার সব গান মুখস্ত হয়ে গেল...

অন্তবিহীন পথ চলাই জীবন’

যখন সময় থমকে দাঁড়ায়’

এই বেশ ভালো আছি’

এই তুমি কি আমায় ভালোবাসো?’

চোর`

চল যাবো তোকে নিয়ে’

পৌলমী’

যাইও না কইন্যা’

কুয়াশা যখন’

মন ব্যাকুল যখন তখন’...

এখনও বন্ধুদের আড্ডায় গলা ছেড়ে গাই এইগুলো সব... নচিকেতা চক্রবর্তী’গান- আমার শৈশব কৈশোরের প্রেম...

সেই মানুষটির সঙ্গে আজ এক স্টেজে গাইবো আমি..!

(মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে সংগ্রহ)

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি