ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছায়াছবি উৎসব শুরু

প্রকাশিত : ১৯:০৯, ৩১ অক্টোবর ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ছায়াছবি উৎসব ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায়  চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

‘গাহি সাম্যের গান’ মঞ্চের বিপরীতে চলচ্চিত্র মঞ্চে জাতীয় পতাকা, ছায়াছবি উৎসব এর পতাকা উত্তোলন ও শতাধিক বেলুন উত্তোলন এর মধ্য দিয়ে উৎসবটির প্রথম দিনের কার্যক্রম শুরু করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসরমো. জালাল উদ্দিন , ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ ।

পরবর্তীতে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স কক্ষে সিনেমা ডিসেকশন পর্বে গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদ এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয় ।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার। সেমিনারে বক্তাদের মধ্যে আলোচনা করেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম,আকরাম খান, তুহিন অবন্ত প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ রাশেদুল আনাম ।

এ সময় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক অভিনেতা মনোজ কুমার প্রামাণিক সহ  বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । সেমিনার শেষে নির্বাচিত চলচ্চিত্রগুলো কনফারেন্স কক্ষে প্রদর্শিত হবে। উৎসবটি ৩১ অক্টোবর পর্যন্ত চলবে ।

উল্লেখ্য উৎসবটি গতকাল ২৯ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিলো। পরিবহন ধর্মঘট এর কারনে অনুষ্ঠানটি ৩০-৩১ অক্টোবর পর্যন্ত চলবে ।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি