নতুন কর্মসূচি ঘোষণা করলো ১৪ দল
প্রকাশিত : ২২:৫৭, ১ আগস্ট ২০২৩
বিএনপির ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (১ আগস্ট) আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ৩১ জুলাই সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে আমির হোসেন আমু বলেন, বিগত দিনের মতো ২ আগস্ট থেকে ১৪ দল আন্দোলন-সংগ্রামে মাঠে সোচ্চার থাকবে।
তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। তারা আলোচনায় বিশ্বাসী না, উৎখাতে বিশ্বাসী।
কে আই//
আরও পড়ুন