ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নতুন কোচের অধীনে ম্যানইউর গোল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৮

অন্তবর্তীকালীন কোচ উলে গুনার সোলশারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা দুর্দান্ত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ম্যানইউ।

শনিবার ম্যাচটি ৫-১ গোলের ব্যবধানে জিতে ফিরেছে প্রতিযোগিতার সফলতম দলটি। সর্বশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে প্রতিপক্ষের জালে ৫টি গোল দিয়েছিল রেড ডেভিলসরা। ব্যর্থতার দায়ে হোসে মরিনহোর বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সোলশারের অধীনে এটাই ছিল তাদের প্রথম ম্যাচ।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথম গোল পেতে মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয়েছে ইপিএলের অন্যতম সেরা ক্লাবটিকে। মার্কাস র‌্যাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে প্রথম লিড পায় ইউনাইটেড। এরপর ম্যাচের ২৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে উঁচু শটে ক্রসবার ঘেঁষে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এররেরা। বল স্বাগতিকদের একজনের হাতে লেগে জালে জড়ায়।

তবে ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। স্পট কিকে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার ভিক্তর কামারাসা। কিন্তু তিন মিনিট পরেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ম্যানইউর ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল।

বিরতি থেকে ফিরে একাই জোড়া গোল করেন ইংলিশ মিডফিল্ডার হেসে লিনগার্ড। ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর পর ৯০তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লিনগার্ড।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি