ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

নতুন জীবনে পা রাখলেন সাব্বির

প্রকাশিত : ০৯:১৩, ১৭ মার্চ ২০১৯

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান নতুন জীবনে পা রেখেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার আকদ সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয় দলের একজন তারকা ক্রিকেটার গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই আকদের অনুষ্ঠানটির অয়োজন হয়। জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যান শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে। তার স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে।

শৃঙ্খলাভঙ্গের অপরাধে গত সেপ্টেম্বরে পাঁচ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাব্বির। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য তার নিষেধাজ্ঞা ভেঙে একমাস আগে জাতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়। এই সিদ্ধান্তে সমালোচনা থাকলেও সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে জবাব দিয়েছিলেন সাব্বির।


টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি