ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘নতুন দল অনুষ্ঠান করতে এত টাকা কোথায় পেল’ যা জানালেন তুষার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১ মার্চ ২০২৫ | আপডেট: ১২:০৮, ১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘নতুন দল অনুষ্ঠান করতে এত টাকা কোথায় পেল, হিসাব চাই’; সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের এই কথার উত্তরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেছেন, আমাদের জাতীয় নাগরিক কমিটির যে ১৮৭ জন কেন্দ্রীয় সদস্য আছেন। তারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন। আমাদের একটা নিয়ম আছে যে, মাসিক ন্যূনতম ১ হাজার টাকা চাঁদা দিতে হবে সদস্যদের। তবে অনেকে ৫-৬ হাজার করেও দেয়, এটা আমাদের একটা নিয়মিত আয়ের সোর্স।

বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে এ কথা জানান তুষার। 

সারোয়ার তুষার বলেন, ‘এই টাকা দিয়ে আমাদের অফিস খরচ ও অফিসের টুকটাক খরচ চলে যায়। এছাড়া আমাদের আরেকটি নিয়ম আছে, কেউ যদি টকশোতে যায়, তাহলে সেই সম্মানীর অর্ধেক টাকা দিতে হবে। আমাদের এই থেকে মাসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা চলে আসে। এই টাকা দিয়ে আমাদের এই পর্যন্ত চলে আসছে। এর বাইরে আমরা বিভিন্ন ইভেন্ট করেছি, তবে বড় কোন ইভেন্ট না। তবে এর জন্য ব্যক্তিভেদে আমরা অনেকের থেকে ১০-২০ হাজার টাকা করে তুলেছি।’

নতুন দলের এই নেতা বলেন, ‘আর নতুন দলের উদ্বোধনের যেই আয়োজন, এর ইনকাম সোর্স অনেকটা মিক্সড। একটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলি, আর বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষরা আসে, তারাও স্বতঃস্ফূর্তভাবে নিজেরা টাকা তুলে খরচ করে৷’

আয়-ব্যয়ের হিসাব প্রসঙ্গে তুষার বলেন, ‘আমি আহবান জানাচ্ছি, জাতীয় নাগরিক কমিটির যে ১৮৭ জন কেন্দ্রীয় সদস্য আছে, তাদের আ্যকাউন্টগুলো দুদককে দিয়ে আপনারা চেক করান। ৫ মাস আগের ও পরের সম্পদের একটা হিসাব যেন করে দুদক। আমরা ভেবে রেখেছি আগেই, গত ৫ মাসের আয়-ব্যয়ের হিসাব একটি সংবাদ সম্মেলন করে প্রকাশ করব। আমরা রোজার ভিতরেই এই কাজটি করে ফেলব। ‘

তুষার আরও বলেন, ‘এখন যেহেতু রাজনৈতিক দল গঠন হয়ে গেছে, তাই পরবর্তী কার্যক্রমের জন্য একটা ফাইন্যান্স পলিসি প্রস্তাবিত হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই কাজটি করতে চাই। যেন আয়-ব্যয়ের স্বচ্ছতা থাকে। আমরা ক্রাউড ফান্ডিংকেই প্রধানত মডেল হিসেবে ভাবছি৷ এর বাইরে প্রবাসীদের কাছে আমরা সাহায্য চাইব, তাদের টাকা কোন চ্যানেলের মাধ্যমে আসবে সবরকমের স্বচ্ছতা থাকবে।’

‘আমি একটা ফাইন্যান্স মডেল দাঁড় করাতে প্রস্তাব করেছি, যদি ১০ লাখ লোক মাসে ১০ টাকা করে দেয় এমন সিস্টেম। জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে ৩৫০টি কমিটি আছে, এমন কমিটি আছে যেখানে ১২০০ জনও সদস্য আছেন। মাসিক চাঁদা ৩০ টাকা হলেও অনেক এটা। আমাদের সদস্য আছে প্রায় লক্ষাধিক। কেউ ২ মাস চাঁদা না দিলে সদস্যপদ স্থগিত থাকবে। গঠনতন্ত্রর ভেতরে এগুলো সব থাকবে’ বলেন সারোয়ার তুষার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি