ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নতুন নিষেধাজ্ঞা মার্কিন নীতির ব্যর্থতার ইঙ্গিত: রুশ দূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ১২ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, মস্কোর উপর যুক্তরাষ্ট্রের আরেক দফা নিষেধাজ্ঞা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত বহন করে। খবর তাস’র।

দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ‘প্রশাসনের বিধি-নিষেধমূলক নীতির ব্যর্থতার ব্যাপারে ক্রমবর্ধমান সমালোচনা মোকাবেলা করার জন্য মার্কিন কর্তৃপক্ষের আরেকটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এমনকি স্থানীয় রুসোফোবদের কাছে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও আমাদের অর্থনীতিকে নিচে নামানো এবং রাশিয়ার প্রযুক্তিগত সার্বভৌমত্বকে ক্ষুন্ন করা  সম্ভব হয়নি।বিশেষ করে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশেষজ্ঞারা এ সত্যটি নিশ্চিত করেছেন।’

আন্তোনভ আরও বলেন, ‘আমাদের অর্থনীতির ওপর পশ্চিমা দেশগুলোর আঘাত কার্যকরভাবে প্রত্যাখ্যাত হচ্ছে। এটি রাশিয়ার জনগণকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’

শুক্রবার মার্কিন রাজস্ব বিভাগ রাশিয়ার ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান, পাইটর অ্যাভেন, জার্মান খান এবং অ্যালেক্সি কুজমিচেভের পাশাপাশি রাশিয়ান ইউনিয়ন অফ ইন্ডস্ট্রিয়ালিস্ট ও উদ্যোক্তাদের কালো তালিকাভূক্ত করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি