ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নতুন প্রজন্ম হবে উন্নত বাংলাদেশের নির্মাতা : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

নতুন প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের কথা জানিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা শিক্ষার মূল লক্ষ্য নির্ধারণ করেছি। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার সকালে রাজশাহী শারিরীক শিক্ষা কলেজে ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনকালে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে অনেক আগেই ছেলে ও মেয়ে শিক্ষার্থীর সামঞ্জস্য তৈরী হয়েছে। সেই সাথে ছেলেদের পাশপাশি মেয়েরা ক্রীড়াঙ্গনেও দারুন ভ‚মিকা রাখছে। শ্রেণীকক্ষের আবদ্ধ শিক্ষার বাহিরেও ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় দেশের ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫২৮জন শিক্ষার্থী চ‚ড়ান্ত পর্বে অংশ নেবেন। চার’টি ভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা ফুটবল, সাঁতার, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় প্রতিদ্বন্দীতা করবেন।

বিএইচ/ এমজে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি