ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন প্রেমে মজেছেন পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ১৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন—সবকিছুতেই  আলোচিত একটি নাম পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বছরখানেক একাকী জীবনযাপন করেছেন ঢালিউডের এই তারকা। মাঝে তিনি বলেছিলেন, ‘এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’ এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের কথা জানালেন পরী। তবে রহস্য রেখে দিয়ে প্রেমিকের নাম প্রকাশ করেননি এই আলোচিত নায়িকা।

সম্প্রতি পরীমণি জানিয়েছেন, তিনি আবার প্রেমে পড়েছেন। নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’

পরীমণির এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। অভিনন্দন জানিয়ে অনেকে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’

বেশিরভাগ মানুষই জানতে চেয়েছেন পরীর নতুন প্রেমিক সম্পর্কে। তবে এ নিয়ে ধোঁয়াশাই থেকে গেল। একেকজন একেক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারও তথ্যে পরীমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত।

নতুন এই প্রেমিক কে, সেই ব্যাপারে কিছু জানাননি পরীমণি নিজেও। গত ৮ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি