ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে আসিফের উপহার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আসিফ মানেই ভিন্ন কিছু। আসিফ মানেই একটু ভিন্ন মাত্রা। কণ্ঠে যে তার আলাদা টান রয়েছে তা শ্রোতারা অনেক আগেই দেখেছেন। গানের পাশাপাশি মডেল আসিফও দর্শকদের দেখিয়েছেন চমক। বেশ কয়েকটি মিউজিক ভিডিও দিয়ে দর্শক ও শ্রোতাদের কাছে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এ সঙ্গীতশিল্পী। তার গাওয়া সবকটি গান ও মিউজিক ভিডিও প্রশংসিত হয়েছে। এবার নতুন বছরে বড় চমক হচ্ছে নিজের নতুন নতুন গানে ভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করেছেন আসিফ।

বছরের শুরুতে নতুন দুটি গান দিয়ে আসিফ স্বাগত জানালেন শ্রোতাদের। এই দুটি গানের ভিডিওতে পাক্কা এক অভিনেতাকেই খুজে পাওয়া যাবে তাকে। একটি গান হলো এসএ প্রোডাকশনের ব্যানারে ম্যাক্স ব্যাগ প্রেজেন্টস ‘হৃদয়ের জমানো যত কথা’ আর অন্যটি ধ্রুবমিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত ‘প্রথম দেখা’।

গান দুটি নতুন বছরের প্রথম প্রহরেই প্রকাশ করা হয়। ‘হৃদয়ের জমানো যত কথা’তে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী লুইপা। তরুণ মুন্সীর কথায় সুর-সংগীত করেছেন জাকের রানা। ভিডিও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। আসিফ আকবরের বিপরীতে এতে অভিনয় করেছেন টিভি অভিনেত্রী ও মডেলে নাদিয়া খানম।

অন্যদিকে ডিজে রাহাতের সংগীতায়োজনে নির্মিত হয়েছে আসিফের ‘প্রথম দেখা’ গানটি। লুৎফর হাসানের কথা এবং রিয়াদ হাসানের সুর আসিফের এই গানে ভিন্নমাত্রা যোগ করেছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটির ভিডিওতেও নতুন গেটাপে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন আসিফ নিজেই।

দেখুন আসিফের নতুন গানের ভিডিও :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি