ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে মিমির শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৫১, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মিমি চক্রবর্তী। টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন। অভিনয় ও গ্লামার উপস্থিতি দিয়ে কলকাতার চলচ্চিত্রে তার অবস্থানটা এখন বেশ পাকাপোক্ত। তবে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে নেটদুনিয়ায় উষ্ণ ছবিপ্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এ অভিনেত্রী।

মিমি ফেসবুক পেইজে একটি ‘উষ্ণ’ ছবি দিয়ে নতুন বছরে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, নতুন বছরকে স্বাগতম জানাও নতুন চলচ্চিত্র, নতুন গান ও বিনোদনের নতুন মাধ্যম দিয়ে। নতুন বছরে হয়ে যাক অনেক আনন্দ আর ছড়িয়ে দাও ভালোবাসা।

অবশ্য মিমি চক্রবর্তী বরাবরই সাহসী। সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে বেশ সাবলীল দেখা যায় কলকাতার এই তারকাকে। সে নিয়ে অবশ্য টলিউডে কম জলঘোলা হয়নি।

উল্লেখ্য, মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন সিনেমাতে। যদিও সে এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করে। তার দ্বিতীয় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারের চিত্রনাট্য লেখেন বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরও অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন।

৭ ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি