ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ১৩ এপ্রিল ২০১৮

বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ বরণ করতে চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বর্ণিল মঙ্গল শোভাযাত্রার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে প্রতিকৃতি আর মুখোশ তৈরিতে ব্যস্ত শিক্ষক-শিক্ষার্থীরা। শিল্পী রশিদ আর্ট গ্যালারিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

নগরীর বিভিন্ন স্থানে চলছে উৎসব আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ তৈরিতে প্রায় দুই সপ্তাহ ধরে টানা কাজ করছেন ছাত্র-শিক্ষক সবাই। 

বাদশা মিয়া সড়কের এক কিলোমিটার দেয়ালজুড়ে আল্পনা আঁকার কাজও শেষ পর্যায়ে। গত বছরে মৌলবাদের কালো থাবায় আল্পনা নষ্টের ক্ষত এখনো পোড়ায় শিল্পীদের।

শিক্ষকরা বলছেন, নববর্ষের এই বাঙালিয়ানা রঙ ছড়িয়েই মৌলবাদকে রুখতে হবে।  এছাড়াও নববর্ষ বরণের জন্য প্রস্তুত নগরীর ডিসি হিল, সিআরবি, শিল্পকলাসহ বিভিন্ন উৎসবস্থল।

ভিডিও: 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি