ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নতুন বাইক নিলেন মুস্তাফিজ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২০ আগস্ট ২০১৮

কাটার মাস্টার মুস্তাফিজ নতুন বাইক কিনেছেন। আজ সোমবার নিজের অফিসিয়াল টুইটারে ছুটি কাটানোর বিশেষ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন ডান-হাতি এই পেসার। এতে ইমাহার আর ওয়ান ফাইভ (ভার্সন থ্রি) মডেলের একটি মটোরবাইকের ছবিও আপলোড করেছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য। ঈদ আনন্দের পাশাপাশি মোটর বাইক নিয়েও রয়েছেন মহা-আনন্দে।

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন। কিন্তু দলের জন্য তেমন কিছু করতে পারেননি। সাত ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের প্রয়োজনে আহামরি কিছু করতে না পারায় কাটগড়ায় দাঁড়াতে হয়েছিল কাটার মাস্টারকে। তার মধ্যেই পায়ের আঙুলে চোট পেয়ে দেশে ফিরতে হয় ফিজকে। মরার ওপর খাড়ার ঘা হিসেবে মাঠ থেকে বিদায় নিয়ে চিকিৎসা নিতে হয় বাংলাদেশের এই পেসারকে। আর তাই চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে হয় মুস্তাফিজকে।  

ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নেমে মাঠে ফেরেন ২২ বছর বয়সী এই তারকা। এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে রঙিন পোশাকে ফেরেই চমক। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় দল। তিন ম্যাচে মুস্তাফিজও তুলে নেন ৫টি উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচের সিরিজে ৭ উইকেট তুলে দলের জয়ে বড় অবদানও রাখেন টাইগার পেসার।  

সফল এই সফর শেষে দেশে ফিরে বর্তমানে ঈদের ছুটি কাটাচ্ছেন মুস্তাফিজ। বর্তমানে নিজের বাড়ি সাতক্ষীরায় অবস্থান করছেন। পরিবারকে নিয়ে পবিত্র ঈদ-উল- আজহা পালন করে ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। পরের মিশন আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ। এর মাঝেই নিজের বাইক নেওয়ার সংবাদ দিলেন মুস্তাফিজ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি