নতুন ভ্যাট আইন কার্যকর ১ জুলাই
প্রকাশিত : ১৯:৩০, ২২ এপ্রিল ২০১৭
ডিসিসিআই
আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে নতুন ভ্যাট আইন। এ নিয়ে কোনো দ্বিধা নেই বলে সাফ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
শনিবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- ডিসিসিআই আয়োজিত আয়কর ও ভ্যাট বিষয়ক এক কর্মশালায় তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান জানান, নতুন আইনে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত। তিনি জানান, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। দেশীয় শিল্প সুরক্ষা ও রফতানিমুখী শিল্পকে সর্বোচ্চ সহায়তা করতে কর কাঠামো সংস্কারের উদ্যোগের কথাও জানান এনবিআর চেয়ারম্যান।
আরও পড়ুন