ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

নতুন ম্যালওয়্যার ছড়াচ্ছে ম্যাসেঞ্জারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৭

ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নতুন একটি ম্যালওয়্যার বিশ্বব্যাপী খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ক্রিপ্টোকারেন্সি-মাইনিং বট ‘ডিগমেইন’ নামের এই নতুন ম্যালওয়্যারটি ভয়ংকর হতে পারে বলে সাবধান করে দিয়েছে টোকিও ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো।

ওই ম্যালওয়্যারের মাধ্যমে ফেইসবুকে থাকা ব্যক্তির অনেক তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে। তাই ট্রেন্ড মাইক্রো এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

ম্যালওয়্যারটি প্রথম সনাক্ত করা হয় দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার পর এটি ছড়ায় ভিয়েতনামে। এরপরই আজারবাইজান, ইউক্রেন, ফিলিপিন, থাইল্যান্ড এবং ভেনেজুয়েলাতে ছড়িয়ে পড়ে। এটি খুব দ্রুতই অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়বে বলে মনে বলছে ট্রেন্ড মাইক্রো।

ফেইসবুক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ইতোমধ্যে বিষয়টিকে নজরে নিয়ে এর বিরুদ্ধে কাজ শুরু করেছে বলে অনেক গণমাধ্যম বলছে।

সূত্র: টেক শহর

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি