ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪

নতুন যাত্রায় রেসি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ৪ জুন ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের অন্যতম আলোচিত নায়িকা মৃদুলা আহমেদ রেসি। ডিপজল, শাকিব খানের সাথে অভিনয় করে মাতিয়েছেন ঢালিউড পাড়া। কিন্তু অনেকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না নতুন কোনো ছবিতে। স্বামী, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত আছেন রেসি। তবে এবার অবসর কাটিয়ে নতুন পরিচয়ে হাজির হলেন রেসি। রোববার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এক বিউটি পার্লার।

তার বিউটি পার্লারের নাম `রেসি হেয়ার এন্ড বিউটি সেলুন`। উদ্ধোধনী অনুষ্ঠানে শুভকামনা জানাতে সেখানে হাজির হয়েছিলেন পরিচালক সমিতির সহ সভাপতি মনতাজুর রহমান আকবর ও শোবিজ অঙ্গনের অনেক তারকারা।    

আমার দীর্ঘদিনের স্বপ্নটা এবার পূরণ হয়েছে উল্লেখ করে রেসি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি বিউটি পার্লার করবো। হঠাৎ করেই আমার স্বামী পার্লারের যাবতীয় কার্যের ব্যবস্থা করে আমাকে সারপ্রাইজ দেন। সামনেই ঈদ,তাই ঈদকে সামনে রেখে একটু আগেই এটির উদ্ধোধন করেছি। 

নতুন এই ব্যবসার শুরুতে সবাইকে পেয়ে রেসি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।     

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি