ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন রূপে লায়লা-মজনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভ্যালেন্টাইন ডের দিনে নতুন রূপে ফিরল লায়লা-মজনু। এদিন মুক্তি পেয়েছে লায়লা-মজনু সিনেমার পোস্টার। বালাজি মোশন পিকচার্স-এর হাত ধরে, পর্দায় ফিরছে নতুন লায়লা-মজনু। এ মধ্য দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছে সেই চিরন্তন প্রেমের গল্প।

নতুন আঙ্গিকে পুরনো গল্পকে ফিরিয়ে আনছেন পরিচালক ইমতিয়াজ আলি। তবে তিনি একা নন, সঙ্গে রয়েছে একতা কাপুরের ‘বালাজি মোশন পিকচার্স’।

ইমতিয়াজ জানিয়েছেন, ‘আগামী ৪ মে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা’। নতুন এই সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন ইমতিয়াজ। পরিচালনা করছেন ইমতিয়াজ আলির ভাই নবাগত সাজিদ আলি। শুধু তাই নয়, এই সিনেমাতে দেখা যাবে বেশ কিছু নতুন মুখ।

প্রযোজক একতা কাপুর বলেন, ‘এই সিনেমায় নবাগতদের সুযোগ দেওয়া হয়েছে। অনেক নতুন প্রতিভার জন্ম হবে সিনেমাটি থেকে।’

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি