ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নদীতে মাছ ধরা নিষিদ্ধ, সরকারি সাহায্য না পাওয়ার জেলে পাড়ার বাসিন্দারা হতাশ

প্রকাশিত : ১২:৪৪, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৪, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

নদীতে মাছ ধরা নিষিদ্ধ; জেলেদের হাতে কাজও নেই। সরকার ঘোষিত জেলে পূনর্বাসন কর্মসূচীর সুবিধা পাচ্ছেন না তারা। নিত্যপণ্যের মূল্য তাদের জন্য সহনশীল করার কথা থাকলেও, তা হচ্ছে না। সরকারি সাহায্য না পাওয়ার হতাশ জেলে পাড়ার বাসিন্দারা। নদীতে এই মৌসুমে মাছ ধরা মানা। সরকারি এ নিষেধাজ্ঞা যেমন আছে, তেমনি আছে পুণর্বাসনের সুযোগ। কিন্তু, পূনর্বাসন কর্মসূচীর ছোঁয়া লাগেনি চাঁদপুরের তরপুরচন্ডীর আনন্দবাজার জেলে পাড়ায়। মানবেতর জীবন যাপন করছেন ৫শ’ জেলে। জীবন ও জীবিকা চাহিদা মেটাতে নাভিশ্বাস তাদের। জেলেদের দাবি, সরকার ৪০ কেজি’র পরিবর্তে ৮০ কেজি চাল ও নগদ টাকা দিলে তাদের জন্য সুবিধে হয়। এ ব্যাপারে সহযোগিতার কথা জানালেন এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।এ অঞ্চলের দরিদ্র জেলে পরিবারের জীবনমান উন্নয়নে সরকার এগিয়ে আসবে, এমন প্রত্যাশাই জেলের পাড়ার মানুষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি