ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভিডিও

নদী ভাঙনে বিপর্যস্ত টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ১৩ জুলাই ২০১৮

দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নদী ভাঙনে বিপর্যস্ত যমুনার তীরবর্তী টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকা। ভাঙনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রন বাঁধও। এদিকে পানি কমেছে গাইবান্ধার তিস্তা-যমুনা ঘাঘটসহ সব নদীতেই।

যমুনা নদীর টাঙ্গাইল তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ভূয়াপুর উপজেলার গাবসারা ও গরিলাবাড়ী গ্রামে প্রায় ১০ একর ফসলী জমি ও ২০টি বাড়ি। ভাঙ্গনে হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ্ও।

গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা-যমুনা-ব্রহ্মপুত্র, ঘাঘটসহ সব নদীর পানি কমে গেছে। পানি নেমে যাওয়ায় ঘরবাড়ি মেরামতের কাজে এখন ব্যস্ত বন্যা-দুর্গতরা।

এদিকে জামালপুরের যমুনা নদীর পানি কমে বিপদ সীমার ৭৬ সে. মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে। যমুনার প্রবল স্রোতে চিনাডুলির বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙ্গে গেছে। গত এক সপ্তাহে বিলীন হয়েছে ৫শ বসত বাড়ি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি