ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নদী ভাঙ্গনে দৌলতদিয়ার ঘাট বন্ধ, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ১ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০৪, ১ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪ নম্বর ফেরি ঘাট নদী ভাঙ্গনে বন্ধ রয়েছে। বর্তমানে দুটি ঘাট দিয়ে চলছে পারাপার। 

রাজবাড়ী ও মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটটি দক্ষিণ পশ্চিমাঞ্চের ২১ জেলার গুরুত্বপূর্ণ রুট। গত চার পাঁচদিন ধরে নদীতে পানি কমতে থাকায় তীব্র স্রোত দেখা দিয়েছে পদ্মায়। এতে দৌলতদিয়া প্রান্তের  ৪ নং ফেরি ঘাটটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বন্ধ রয়েছে।

গত শুক্রবার ভোর থেকে ভাঙ্গন অব্যাহত থাকায় ঘাটটি  দুই দিন ধরে বন্ধ রয়েছে। এ ঘাটটি রোরো ফেরি ঘাটের পন্টুন থাকায় বড় ফেরি গুলো দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। বর্তমানে ৭টি ফেরি ঘাটের মাত্র দুটি ঘাট দিয়ে খুড়িয়ে চলছে যানবাহন পারাপার।

গত পাঁচ বছরের নদী ভাঙ্গনে ১, ২ ও ৫ নং ফেরি ঘাট তিনটি আজও বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতায় ৬ নং ফেরি ঘাটে ফেরি ভিড়তে না পারায় যানবাহন চলাচল করতে না পারায় এ ঘাটটিও বন্ধ রয়েছে।

সাতটি ঘাটের মধ্যে শুধু ৩ ও ৭ নং ফেরি ঘাট দিয়ে খুড়িয়ে পারাপার করা হচ্ছে যানবাহন। এতে ঘাটে যানবাহন পারাপারে দুর্ভোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, গত শুক্রবার রাতে স্রোতের তীব্রতায় ৪ নং ফেরি ঘাটে ভাঙ্গন দেখা দেয়। এতে দুই দিন ধরে বন্ধ রয়েছে এ ঘাটটি। ভাঙ্গন স্থানে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ফেলার কাজ শুরু করার পর ঘাট চালুর ব্যবস্থা করা হবে। বর্তমানে ৭ টি ফেরি ঘাটের ২ টি ঘাট চালু রয়েছে। পেরি চলছে ১২ টি।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি