ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নবজাতকের লাশ উঠিয়ে টুকরো করলো পাঁচ কিশোর

প্রকাশিত : ১৮:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৯

গভীর রাতে শ্মশানে গিয়ে মাটি খুড়ে সদ্য মারা যাওয়া এক নবজাতকের মৃতদেহ বের করে টুকরো টুকরো করেছে পাঁচ কিশোর। নবজাতকের বিচ্ছিন্ন মাথা দিয়ে তন্ত্র সাধনা করার জন্যই একাজ করে তারা।

রাজধানীর পোস্তগোলায় জাতীয় শ্মশানে সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আশেপাশের লোকজন কিশোরদের আটক করে পুলিশে দেয়।

শ্যামপুর থানার ওসি মোঃ: মিজানুর রহমান বলছেন, সোমবার ঢাকার একটি হাসপাতালে ঠাঁটারিবাজার এলাকার একজন ব্যবসায়ীর সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। রাতে সেই শিশুটিকে পোস্তগোলার শ্মশানে সমাধি করা হয়।

``রাত ২টার দিকে ১০ থেকে ১৫ বছর বয়সের পাঁচ কিশোর সেই সমাধি খুড়ে শিশুটির মৃতদেহ বের করে আনে। এক পর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে লাল রঙ মেখে তান্ত্রিক সাধনা করতে শুরু করে।``

তখন শ্মশানে থাকা আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ পাঁচজনকেই আটক করে থানায় নিয়ে আসে।

ওসি মিজানুর রহমান বলছেন, ``জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে, এরকম সাধনা করলে নাকি তারা অলৌকিক শক্তির অধিকারী হতে পারবে। এই চিন্তা থেকে তারা ওই সাধনা করেছে।``

তবে মৃতদেহ শ্মশানে থেকে তুলে সাধনা করার কোন বিধান হিন্দু ধর্মে নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মৃতদেহ নিয়ে শ্মশানে তান্ত্রিক সাধনার অভিযোগে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলছেন, "তারা এই প্রথম এরকম চেষ্টা করেছে বলে আমাদের জানিয়েছে।"

আটক কিশোরদের সবার বাবা ডোম, যারা মৃতদেহ কাঁটাছেড়া বা শ্মশানের মৃতদেহ পোড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ বলছে।

বুধবার এই কিশোরদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি