ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নববর্ষ উদযাপনে সারাদেশে ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১৪ এপ্রিল ২০১৭

নববর্ষ উদযাপন নির্বিধ্নে করতে রাজধানীসহ সারাদেশে ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রিয়জনকে সাথে নিয়ে উৎসবের আমেজে ঘুরে বেড়িয়েছে সবাই। যেসব স্থানে জনসমাগম বেশি হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ছিলো বাড়তি সতর্কতা। উৎসব আনন্দের মাঝেই চলে তল্লাশী আর গোয়েন্দা নজরদারি।
প্রাণের উৎসব বাংলা নতুন বছর বরণে ভোর থেকেই নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠে বাঙালী। নাচ, গানের পাশাপাশি দিনভর আড্ডা চলে নানা বয়স আর শ্রেণীপেশার মানুষের। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালসহ রাজধানীর বিভিন্নস্থানে ছিলো উৎসবপ্রিয় মানুষের ভিড়।
তবে, দুস্কৃতকারীরা যাতে নির্বিধ্নে সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি ছিলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বাড়তি পুলিশের পাশাপাশি নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশী চালানো হয় বিভিন্নস্থানে। ছিলো সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ।
নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয় রমনাসহ আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কথা জানান পুলিশের মহাপরিদর্শক।
এদিকে, পহেলা বৈশাখে সবার স্বত:ফূর্ত অংশগ্রহণ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের কঠোর জবাব বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জনগণ ঐক্যবদ্ধ থাকলে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি