ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

নবম ওয়েজ বোর্ড গঠনের ব্যাপারে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ১৩ মে ২০১৭

দ্রুত নবম ওয়েজ বোর্ড গঠনের ব্যাপারে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় অংশ নেন তিনি। বক্তৃতায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখার আশ্বাস দেন শিরীন শারমিন চৌধুরী। চট্টগ্রাম সাংবাদিক সমিতির স্থায়ী কার্যালয়ের জন্য জমি অধিগ্রহনের জন্য ব্যবস্থা নেয়ার কথাও জানান জাতীয় সংসদের স্পিকার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি