ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নবাবগঞ্জে দুদকের অর্থায়নে সততা স্টোরের উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের জয়পুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সততা ও নিষ্টাবোধ গড়ে তোলার লক্ষে ওই সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।   

মঙ্গলবার দুপুরে সততা স্টোরের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মশিউর রহমান।   

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক চৌধুরী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মোজহারুল ইসলাম, শিক্ষিকা দিল আরা আলো, মেহবুব আরা জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.আনিসুর রহমান প্রমুখ।

ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রুমকি, সানজিদা তারা জানায়, বিদ্যালয়ের ভিতরে সততা স্টোর স্থাপন হওয়ায় শিক্ষা উপকরণ ক্রয়সহ খাবার ক্রয়ের জন্য বাইরে যেতে হবে না।  

নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. পারুল বেগম সততা স্টোর পরিদর্শন করে বলেন, দুদকের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করা হবে।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি