ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

নবাবগঞ্জে বিড়ি ভোক্তাদের মানববন্ধন

প্রকাশিত : ১৭:৪১, ১৪ মে ২০১৯

বিড়ির উপর কর বৃদ্ধির প্রতিবাদে ঢাকার দোহার ও নবাবগঞ্জের বিড়ি ভোক্তারা মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দোহারের মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর-বেথুয়া গ্রামে ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের বাড়ির সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধন কালে বিড়ি ভোক্তারা ‘বিড়ির উপর কর বৃদ্ধি, বিড়িকে শিল্প ঘোষণাসহ ৭ দফা দাবি’ জানিয়ে বক্তব্য রাখেন। প্রায় আধ ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শতাধিক বিড়ি ভোক্তা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দোহার নবাবগঞ্জ বিড়ি ভোক্তা সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. লাল মিয়া, আশরাফুল আলম, নিশার ঈমাম প্রমূখ। পরে তারা সাংসদের বাড়ির দায়িত্বে থাকা মো.কালু মিয়ার হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি