ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নবীন সদস্যদের বরণ করলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ২২:২১, ২৬ নভেম্বর ২০১৭

নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শনিবার বিকালে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৯২ সাংবাদিককে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা

ডিআরইউর সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটনের সভাপতিত্বে নবীন-বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুসালিন নোমানী, দফতর সম্পাদক নয়ন মুরাদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য হাবীবুর রহমান।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ২২ বছরের শ্রম ও মেধায় ডিআরইউ আজ এ পর্যায়ে এসেছে। এটি একটি সুশৃঙ্খল সংগঠন। এটি গঠনতন্ত্র মেনে চলে। আশা করি আপনারাও গঠনতন্ত্র অনুযায়ী চলবেন। তিনি বলেন, আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, এ বিষয়টি মাথায় রেখেই পেশাগত দক্ষতা বাড়ানোর দিকে দৃষ্টি দিতে হবে।

মুরসালিন নোমানী বলেন, ১৯৯৫ সালে ২৬ মে এ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠা পায়। সে হিসেবে আমাদের প্রাণের এ সংগঠন এখন পরিপূর্ণ যৌবনে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকেই এটি অরাজনৈতিক সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে একতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি