ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

নরসিংদীতে সহিংসতায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১, ২৬ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সুযোগে তৃতীয় পক্ষের হামলা-ভাংচুর, অগ্নিকাণ্ডের শিক্ষার হয়েছে নরসিংদীর ৯টি সরকারি দপ্তর। হামলাকারীদের মূল লক্ষ ছিলো জেলা প্রশাসক, জেলা পুলিশ কার্যালয়সহ প্রশাসনিক কেন্দ্রগুলো দখল এবং ভাংচুরের। 

গত ১৯ জুলাই দুর্বৃত্তদের ব্যপক হামলা-ভাংচুর, অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে নরসিংদীর বেশকিছু সরকারি অফিস।

প্রায় একই সময়ে আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি, পাঁচদোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, মাধবদী পৌরসভা কার্যালয়, মাধবদী ডাকঘর, নরসিংদী কৃষি বিপণন কার্যালয়সহ বেশকিছু স্থাপনায়।

পাশাপাশি বেসরকারি, ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। ফলে নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকার মধ্যে নৈরাজ্যে পরিণত হয়। ছাত্রদের পুঁজি করে অপরিচিত দূর্বৃত্তদের হামলার রেশ কাটকে শুরু করলেও ক্ষতি পুষিয়ে নিতে বেগ পেতে হবে মাত্রাহীন, বলছেন স্থানীয়রা। 

জনপ্রতিনিধিরা বলছেন নৈরাজ্যকর পরিস্থিতিতে অনেকেই তাদের শত্রুপক্ষকে ঘায়েল করতে নিয়েছেন সুযোগ। ব্যক্তিগত অফিস, বাড়ি-ঘরসহ প্রতিষ্ঠানে হয়েছে ব্যপক হামলা-লুটপাট।

তবে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অপরাধীদের ধরতে নিরলসভাবে কাজ করছে জেলা পুলিশ। আর জেলা প্রশাসন জানিয়েছে, সকল প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমা জানার পাশাপাশি কর্মউপযোগী করতে কাজ চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাগে ১ শত কোটি টাকার কম হবেনা বলে জানিয়েছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

সরকারি বেসরকারি দপ্তর ও স্থাপনায় হামলা-ভাংচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক ১১টি মামলা দায়েরের পাশাপাশি এই পর্যন্ত ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলখানাসহ সরকারি দপ্তরের নিরাপত্তায় বিজিবিসহ অন্যান্য বাহিনীয় দায়িত্ব পালন করছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি