ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২০ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ২০ মে ২০১৭

নরসিংদীর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। শনিবার বিকেল ৪টার দিকে র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।
র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন জানান, বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে সন্দেহে তারা পুরো বাড়িটি ঘিরে রেখেছে। এরইমধ্যে ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক নরসিংদীর ঘটনাস্থলে আসছেন বলেও জানান তিনি। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বাড়িটির ভেতরে কতজন আছে তা এখনও জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি