ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে হাসিনা বেগম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে শিশুসহ আরও ৭ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী-রায়পুরা অঞ্চলিক সড়কের রায়পুরা উপজেলার হাসনাবাদ পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা হাসনাবাদ পূর্বপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুত গতির নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সিএনজি চালকসহ ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলাকে মৃত অবস্থায়সহ ৮ জনকে নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের সদর হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি