ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নরসিংদী সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩২, ৮ ডিসেম্বর ২০১৭

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৯ জন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিনো হয়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, নিহত ট্রাকচালকের নাম সাদ্দাম হোসেন (৩৭)। চালকের সহকারীর নাম জানা যায়নি। তাদের বাড়ি চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে।

স্থানায়ী সূত্রে জানা গেছে, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন ট্রাকের চালক ও সহকারী। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। ঢাকা থেকে ভৈরবগামী মালবাহী একটি ট্রাক দড়িকান্দি পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচেড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন ট্রাক চালক ও চালকের সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

/এমআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি